কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বনাথে ভর্তুকি মূল্যে সরকারি বীজপাচ্ছেন কৃষকরা

করোনাকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা বিনামূল্যে কৃষি প্রণোদনা (সার, ধানের বীজ, ফল-ফসল ও তরকারির বীজ) পাবার পর এবার ভর্তুকি মূল্যে সরকারি বীজ (ধান) কেনারও সুযোগ পাচ্ছেন। করোনা দুর্যোগকালীন সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে ভর্তুকি মূল্যে কৃষকের কাছে বীজ বিক্রির এ সিদ্ধান্ত নেয় ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ (বিএডিসি)। ইতিমধ্যে ডিলারদেরও দেয়া হয় ভর্তুকি মূল্যে সরকারি বীজ বিক্রির নির্দেশনা। প্রণোদনা হিসেবে উফশী ধানের বীজ প্রতি ১০ কেজির ব্যাগ ও সরকারি হাইব্রীড বীজ প্রতি ২ কেজির ব্যাগ নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা করে কমে নিতে পারবেন কৃষকরা। এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী বলেন, কৃষির মূল উপকরণের মধ্যে বীজ অন্যতম। করোনা দুর্যোগকালীন সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষিবান্ধব সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান ‘বিএডিসি’ প্রদত্ত বীজের উপর প্রণোদনা হিসেবে, বীজে ভর্তুকি কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কৃষির সাফল্য ধরে রাখতে কৃষি বিভাগ সর্বদা কৃষকের পাশে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন