বিশ্বনাথে ভর্তুকি মূল্যে সরকারি বীজপাচ্ছেন কৃষকরা
করোনাকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা বিনামূল্যে কৃষি প্রণোদনা (সার, ধানের বীজ, ফল-ফসল ও তরকারির বীজ) পাবার পর এবার ভর্তুকি মূল্যে সরকারি বীজ (ধান) কেনারও সুযোগ পাচ্ছেন। করোনা দুর্যোগকালীন সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে ভর্তুকি মূল্যে কৃষকের কাছে বীজ বিক্রির এ সিদ্ধান্ত নেয় ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ (বিএডিসি)। ইতিমধ্যে ডিলারদেরও দেয়া হয় ভর্তুকি মূল্যে সরকারি বীজ বিক্রির নির্দেশনা।
প্রণোদনা হিসেবে উফশী ধানের বীজ প্রতি ১০ কেজির ব্যাগ ও সরকারি হাইব্রীড বীজ প্রতি ২ কেজির ব্যাগ নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা করে কমে নিতে পারবেন কৃষকরা।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী বলেন, কৃষির মূল উপকরণের মধ্যে বীজ অন্যতম। করোনা দুর্যোগকালীন সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষিবান্ধব সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান ‘বিএডিসি’ প্রদত্ত বীজের উপর প্রণোদনা হিসেবে, বীজে ভর্তুকি কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। কৃষির সাফল্য ধরে রাখতে কৃষি বিভাগ সর্বদা কৃষকের পাশে আছে।