কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ছাতকে ভয়াবহ সংঘর্ষ, ১২ জন গুলিবিদ্ধসহ আহত ৪০

ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী কুঞ্জনপুর গ্রামে দু'পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১২ জন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শাহবাজ মিয়া মেম্বার ও আজিজুর রহমান পক্ষদ্বয়ের মধ্যে শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয়পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সংঘর্ষের সময় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় একাধিক লোক জানিয়েছেন, সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শাহবাজ মেম্বারের পক্ষে জাহেদ, সাবের, জাহির মিয়া, আনর আলী, রাকিব আলীসহ ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ বলে জানান লোকমান মিয়া। আজিজুর রহমান পক্ষের আফিজ আলী, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, মিটু, নুরুল, কয়েছসহ ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যেও গুলিবিদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন কয়েছ আহমদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন