করোনা মাহামারীর প্রাদুর্ভাবে থেমে যাওয়া ঘরোয়া ফুটবল মাঠে গড়াতে আরো দুই মাসেরও বেশি সময়ের প্রয়োজন হবে। আসন্ন ফিফা বিশ্বকাপের বছাই পর্বের ম্যাচের কারণে কিছুটা আগে কার্যক্রম শুরু হতে পারে পুরুষ ফুটবলের। এরপর মাঠে ফিরতে পারে নারী ফুটবল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর সভাপতি ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আকতার কিরণ বলেছেন, সেপ্টেম্বর থেকে নারী ফুটবল ফের শুরুর কথা ভাবছেন তারা।কিরণ বলেন, ‘আসলে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। সবকিছু যদি সঠিকভাবে চলে তাহলে সেপ্টেম্বরে লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।’ করোনাভাইরাস মহামারী আকারে দেশে ছড়িয়ে পড়ায় এর আগে ১৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ঘরোয়া খেলাধুলা।
প্রথমবারের মত শুরু হওয়া নারী ফুটবল লিগে এবার সাতটি দল অংশগ্রহণ করছে। পুরুষ প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া নারী লিগে অংশ নিয়েছে বসুন্ধরা কিংস। শক্তিশালী ওই দলটি এ পর্যন্ত ৫টি ম্যাচের সবকটিতে জয় নিয়ে সর্বমোট ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার শীর্ষে। চার ম্যাচ থেকে ৯ পয়েন্টের সংগ্রহ নিয়ে পরের অবস্থানে রয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.