You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য কর্মকর্তাসহ দিনাজপুরে করোনা আক্রান্ত আরো ২৬

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) দিনাজপুরে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও এক পুলিশ কনস্টেবলসহ ২৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫ জন। শনিবার (৬ জুন) রাত ৯টায় দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ শনিবার (৬ জুন) দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি করোনা নমুনার পরীক্ষা করে দিনাজপুর জেলার ২৬ জনের নমুনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, বীরগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ২ জন, কাহারোলে ১ জন, বোচাগঞ্জে ১ জন রয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১জন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, একজন পুলিশ কনস্টেবল ও এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দিনাজপুর উপজেলায় এক বছর বয়সী শিশু কন্যা ও সাত বছর বয়সের ছেলে শিশুও রয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫ জনে। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন