ঢাকার জোড়া খুন মামলার নারী আসামি মুর্শিদা আক্তার প্রিয়া ওরফে প্রিয়া চৌধুরীকে সহযোগী রিংকু সহ নাটোরের লালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুন) বিকেলে লালপুর উপজেলার নওদারা এলাকার রিংকুর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ৭০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাহেদ আল মামুন জানান, প্রিয়া চৌধুরী ২০১৪ সালে ঢাকায় ডেকে নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদল নেতা সেন্টুকে হত্যা করে এবং ২০১৫ সালে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের গাড়ি চালককে হত্যা করে পাজোড়ো জিপ ছিনতাই করে। এছাড়া প্রিয়া চৌধুরী রাজধানীতে চাঁদাবাজি নানা অপকর্মের সঙ্গে জড়িত। রাজধানীতে পুলিশের ঝামেলা এড়াতে প্রিয়া লালপুরে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রোববার তাদের আদালতে সোর্পদ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.