কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘শীত এলে বসন্ত কি দূরে থাকতে পারে?’

ঢাকা টাইমস মো. মনিরুল ইসলাম প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১০:০১

“পাঁচ সিকের কলাই ক্ষেত কিনে কত যে রঙ বেরঙের ছাগল দেখলাম”-অনেকের মুখেই শৈশবে এমন কথা বহুবার শুনেছি। তখনকার দিনে এক টাকা পঁচিশ পয়সায় কলাই ক্ষেত কেনা যেত না। কিন্তু এক কালে নিশ্চয়ই পাওয়া যেত, কেননা, এক টাকায় আট মন চাল কিনত আমাদের পূর্ব পূরুষেরা। তাই বোধ করি পাঁচ সিকেতে কলাই ক্ষেত ও কেনা-বেচা হতো। বাল্যবয়সে কথাটা শুনলেই চোখের সামনে দেখতে পেতাম, কলাই ক্ষেতে একদল সাদা, কালো, বাদামী, হলদে, লাল-নানা রঙের ছাগল কলাই খাচ্ছে-সে এক সৌন্দর্য বটে! কিছুটা নাদান ছিলাম বলেই এই বাক্যটার মর্মার্থ বুঝতে আমার অনেকদিন লেগে যায়। বড়বেলায় বিদ্বজনের মুখে শুনে আসছি যে, একটা আপ্ত বাক্য নাকি আমেরিকানরা বলে থাকেন, “Every crisis is an opportunity to learn.” কথাটি সত্যি তবে ব্যবহার করা হয় সাধারণতঃ নিদানকালেই, সুসময়ে কেউ বোধহয় এই বাক্যটা আওড়ায় না। অনার্স ফার্ষ্ট ইয়ারে পড়া Robert Herrick সাহেবের “Delight in Disorder” পড়ে কিছুটা মিল খোঁজার চেষ্টা করলেও বুঝেছি দু’টো মেলানো যুক্তি সিদ্ধ হবে না। মানসিক বয়স বাড়ার পর জানলাম Albert Einstein সাহেবই না-কি আমেরিকানদের ৠণী করে গেছেন, “..in the midst of every crisis, lies great opportunity.” শৈশবে বহুবার শোনা পাঁচ সিকের কলাই ক্ষেত আর রঙ-বেরঙের ছাগল দেখার মর্মার্থ মনে হয় ইদানিং হাড়ে হাড়ে বুঝতে পারছি।

বৈশ্বিক মহামারী করোনার কারনে গোটা বিশ্ব মহাসংকট কাল অতিক্রম করছে। মানবজাতির জন্য মহামারীর ইতিহাস নতুন কিছু নয়, কিন্তু বর্তমান মহামারী অতীতের যেকোন মহামারীর তুলনায় খুবই কম সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। উন্নত দেশগুলো তো বটেই, জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সবাই এই মহামারী নিয়ে উদ্বিগ্ন। কেউ কেউ অতি উদ্বিগ্ন হয়ে বলছেন যে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে। ‘বিশ্ব গ্রামের’ (Global Village) অংশ হিসেবে বাংলাদেশেও মহামারী ছড়িয়ে পড়েছে। দু’মাসের অধিক সময় সাধারণ ছুটি শেষ হওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সীমিত আকারে প্রায় সব কিছু খুলে দেওয়া হয়েছে। দু’মাস সাধারণ ছুটি থাকার কারনে সংক্রমন বিলম্বিত করা গেছে বটে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয়নি বলেই প্রতীয়মান হচ্ছে। প্রতিদিনই সংক্রমন এবং মৃত্যুর হার অব্যাহত আছে বিধায় আঞ্চলিক লকডাউনসহ অন্যান্য কিছু কঠোর নিয়ন্ত্রনমূলক ব্যবস্থা গ্রহণের আলোচনা চালু আছে। আজকের হিসেব অনুযায়ী, সংক্রমন এবং মৃত্যুর সংখ্যা বিবেচনায় বিশ্বের ২১৫ টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ২০ তম অবস্থানে রয়েছে। বৈশ্বিক পরিসংখ্যানে সর্বমোট সংক্রমন সাতষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর এবং মৃতের সংখ্যা তিন লাখ তিরানব্বই হাজার সাতশত ষাট জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও