সাবেক প্রধান তথ্য কমিশনার সপরিবারে করোনায় আক্রান্ত

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০১:৩৫

সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁর পরিবারের আক্রান্ত পাঁচ সদস্যের মধ্যে তাঁর স্ত্রী রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাঁকে এখন প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে৷ অন্যরা বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন৷

শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক গোলাম রহমান নিজেই প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন৷ আক্রান্তদের মধ্যে তাঁর স্ত্রী ছাড়াও আছেন পুত্র, পুত্রবধূ ও একজন গৃহ পরিচারিকা৷

অধ্যাপক গোলাম রহমান বলেন, গুলশানের নিকেতনে পরিবার নিয়ে বসবাস করেন তিনি৷ গত ২৯ মে প্রথমে তাঁর স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়৷ এরপর পরীক্ষা করালে তিনিসহ পরিবারের অন্য সদস্যদেরও করোনা সংক্রমণ শনাক্ত হয়৷ তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়৷ এখন তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও