You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে চিকিৎসক সংকটে ভেঙে পড়েছে সেবা কার্যক্রম

প্রয়োজনের তুলনায় চিকিৎসক সংকট, সে সাথে ৮৩ জন আবার করোনা ভাইরাসে আক্রান্ত। আর মারা গেছেন ৩ জন। সব মিলিয়ে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা বিপর্যয়ের মুখে। আর সমন্বয়হীতার কারণে প্রয়োজনীয় চিকিৎসক না পাওয়ায় সরকারের অধিগ্রহণ করা বেশ কিছু হাসপাতালেও চিকিৎসা সেবা চালু করা যাচ্ছে না। বৃহত্তর চট্টগ্রামে সরকারি হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কর্মরত চিকিৎসকের সংখ্যা আনুমানিক ৩শ। এর মধ্যে করোনা চিকিৎসাসহ অন্যান্য রোগের চিকিৎসায় নিয়োজিত ৮৩ জন চিকিৎসক গত দু'সপ্তাহে করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। আক্রান্ত একজনসহ উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা টানা ১০দিন দায়িত্ব পালন শেষে দু'সপ্তাহ হোটেল কোয়ারেন্টাইন এবং পরবর্তী ৬ দিন বাসায় কোয়ারেন্টাইন থাকছেন। এ অবস্থায় হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, আমাদের বিভিন্ন গ্রুপে কাজ করতে হচ্ছে। এক সাথে কাজ করতে পারছি না। জনবল কম থাকায় সমস্যা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন