কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আয়ারল্যান্ডের ভিসা সহজীকরণের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৬:০০

ঢাকা: আইটি খাতে দক্ষ বাংলাদেশের প্রায় ৬ লাখ নাগরিকের জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রদান প্রক্রিয়া সহজ করার জন্য দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিমন কভেনের সঙ্গে এক ফোনালাপকালে এ অনুরোধ জানান ড. মোমেন। বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিমন কভেনের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, আইটি খাতে দক্ষ বাংলাদেশের প্রায় ৬ লাখ নাগরিককে আয়ারল্যান্ড নিজেদের উন্নয়নে কাজে লাগাতে পারবে। এসময় তিনি করোনা পরিস্থিতিতে তৈরি পোশাকখাতে বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল না করার জন্যও আয়ারল্যান্ডের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের তৈরি পোশাকখাতে বিভিন্ন দেশের ক্রয়াদেশ বাতিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মোমেন বলেন, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলের কারণে এ খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যাদের অধিকাংশই নারী। এ বিষয়ে বিদেশি ক্রেতাদের দায়িত্বশীল আচরণ করার ব্যাপারে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এসব ব্যাপার বিবেচনা করা হবে বলে জানান। এসময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অসাধারণ উদারতা দেখিয়েছে। বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় দেওয়া এ রোহিঙ্গাদের সংখ্যা বিশাল, তা আয়ারল্যান্ডের জনগোষ্ঠীর প্রায় এক চতুর্থাংশ।

এ প্রসঙ্গেই রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. মোমেন বলেন, গত ৩ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টির জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও