লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সিআইডির মামলা
এনটিভি
প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১২:৪০
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। আজ বুধবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মঙ্গলবার রাতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে একটি মামলা (নং-০১) দায়ের করা হয়। মামলায় ৩৮ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে সিআইডির উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।’ গত সোমবার লিবি
- ট্যাগ:
- বাংলাদেশ
- মানবপাচার মামলা
- সিআইডি
- ঢাকা