You have reached your daily news limit

Please log in to continue


উইন্ডিজের বিপক্ষে ‘ক্লোজড ডোর’ টেস্ট খেলবে ইংল্যান্ড

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রভাবে স্থবির পুরো ক্রিকেট জগতে। তবে জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই দলের প্রথম টেস্ট হবে ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই ও ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে। তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে বেছে নেওয়া হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ পরিচালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এ ছাড়াও এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে বলে জানা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন