ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম
ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে। হাতের নাগালে থাকা ম্যাচ হেরে গিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের যুবারা।
বুলাওয়েতে গতকাল বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে দফায় দফায় বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথমে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ৪৯ ওভারে ২৩৫ রানের লক্ষ্যে ছুটছিল বাংলাদেশ। তবে ১৭.২ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৯০ রান করার পর ফের নামে বৃষ্টি। ৮১ মিনিট খেলা বন্ধ থাকার পর বাংলাদেশের সামনে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য নির্ধারিত হয়েছে। তামিমের দল তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে এখান থেকেই। ২৮.৩ ওভারে গুটিয়ে গেছে ১৪৬ রানে। যেখানে ফিফটি পেরোনোর (৫১) পর তামিম ভারতীয় স্পিনার খিলান প্যাটেলের ফুল টস লংঅনের ওপর দিয়ে তুলে মারতে যান। টাইমিংয়ে গড়বড় হওয়া বল সহজেই লং অনে ধরেছেন কনিষ্ক চৌহান।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- ক্রিকেট ম্যাচ