বছরের চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল রোনালদোর আল নাসর

যুগান্তর প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৭

২০২৬ সালের শুরুটা মোটেও ভালো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের। তবে বছরের চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়ের মুখ দেখেছে দলটা। শনিবার রাতে আল আউয়াল পার্কে আল নাসর ৩-২ গোলে হারায় আল শাবাবকে। ম্যাচে দুই দলই আত্মঘাতী গোল করে। তবু শেষ হাসি হাসে আল নাসর।


ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আল নাসর। জোয়াও ফেলিক্সের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান আল শাবাবের সাদ ইয়াসলাম। দ্রুত লিড পেয়ে যায় স্বাগতিকরা।


ছয় মিনিট পর আবারও গ্যালারি কাঁপান কিংসলে কোমান। ফেলিক্সের আরেকটি ক্রস থেকে তৈরি হওয়া সুযোগে দুর্দান্ত ওভারহেড কিকে গোল করেন তিনি। স্কোরলাইন দাঁড়ায় ২-০। তখন মনে হচ্ছিল বড় জয় আসছে আল নাসরের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও