ভুটানকে হারাতে পারেননি সাবিনারা
ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রথম উইমেন্স সাফ ফুটসালের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই পথ হারিয়েছে তারা। ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করে মাঠ ছাড়তে হয়েছে শনিবার। থাইল্যান্ডের ব্যাংককে নানবুড়ি হলে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য হারতেও পারত সাবিনা খাতুনরা। আগে গোল করে ভুটান কিছুটা চমকেই দিয়েছিল বাংলাদেশকে। তবে শুরুর ধাক্কা সামলে তারা গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে খেলা শেষ করতে পেরেছে।
ম্যাচের শুরুতেই ভুটান এগিয়ে যায়। ৫ মিনিটে ডেকি লাজম গোল করে ভুটানকে লিড এনে দেন। তবে দুই মিনিট পরেই সমতায় ফেরে বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমা দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য এগিয়ে যায় ভুটান। ২৭ ও ৩০ মিনিটে সোনাম লামো পরপর দুই গোল করে ভুটানকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচে ফিরতে মরিয়া আক্রমণ চালান সাবিনা-সুমাইয়ারা। সাফল্য আসে ৩৫ মিনিটে, সাবিনা খাতুনের দুর্দান্ত গোলে ব্যবধান কমে। এর এক মিনিট পর মাসুরা পারভিনের গোলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। বাংলাদেশ দলের গোলকিপার ঝিলি পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে তিনি দলকে পয়েন্ট পাইয়ে দিতে বড় ভূমিকা রাখেন।