১৫৯ কোটি টাকা আত্মসাৎ : ৪ শর্তে রাশেদুল হক চিশতীর জামিন
অর্থ কেলেঙ্কারির ঘটনায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় বিচারিক (নিম্ন) আদালতের জামিন শর্তসাপেক্ষে বহাল রেখেছেন হাইকোর্ট। তবে আদালত বলেছেন, যামিনে থাকতে হলে চারটি শর্ত পালন করতে হবে তাকে। এসব শর্ত ভঙ্গ করলে তার জামিন বাতিল হয়ে যাবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে-তিনি ফারমার্স ব্যাংক লিমিটেডে (বর্তমানে পদ্মা ব্যাংক) ঢুকতে পারবেন না; তার পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হবে; মামলার তদন্তে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না এবং অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
মঙ্গলবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ ভার্চুয়াল শুনানিতে এই আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, শেখ বাহারুল ইসলাম ও কবির শাহরিয়ার বিপ্লব।