করোনা সতর্কতা : কেনাকাটায় গ্লাভস পরবেন না যে কারণে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২০, ১২:১০

বিশ্বব্যাপী করোনভাইরাস ছড়িয়ে পড়ার কারণে নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলতে হচ্ছে নানা সতর্কতা। বাইরে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ছয় ফুট দূরত্ব বজায় রাখা এবং হাত পরিষ্কার রাখার স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা জরুরি। বিশেষ করে অপরিষ্কার কিছু স্পর্শ করার পর হাত পরিষ্কার করা জরুরি। নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে আরও কয়েকটি কাজ করতে পারেন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুদি দোকান বা ফার্মেসির মতো পাবলিক জায়গাগুলোতে ভাইরাসের সংস্পর্শে এড়াতে থাকতে হবে সতর্ক। আপনি সেখানে গ্লাভস পরা লোকদের মধ্যে এসে ভাবতে পারেন এটি একটি ভালো সতর্কতামূলক ব্যবস্থা। আসলেই কি তাই? এই প্রশ্নের সহজ উত্তর হলো ‘না’।

মাস্ক ব্যবহার করুন, হাত ভালো করে ধুয়ে নিন বা স্যানিটাইজ করে নিন। গ্লাভস পরা সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য মোটেই সহজ সমাধান নয়। এমনকি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন- কোনো গ্যাস পাম্পের বোতাম বা হ্যান্ডল স্পর্শ করা, পৃষ্ঠ পরিষ্কার করা এবং জীবাণুমুক্ত করা, ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে নোংরা কাপড় বা আবর্জনা নেয়া ছাড়া অন্য কোনো ক্ষেত্রে গ্লাভস ব্যবহারের কথা বলেনি। এমনকী এই পরিস্থিতিতে, গ্লাভসগুলো কেবল তখনই কার্যকর হয় যখন সেগুলো সঠিকভাবে ফেলে দেয়া হয় আর তারপরে হাত ভালো করে ধুয়ে নেয়া হয়। তবে যখন কেনাকাটার কথা আসে তখন গ্লাভস সত্যিই তেমন কার্যকর হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও