কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৭ লাখ সুপ্ত ভাইরাসের টাইম বোমার ওপর মানবজাতি

ঢাকা টাইমস প্রকাশিত: ২৯ মে ২০২০, ১০:২৭

যুগে যুগে মানুষ প্লেগ, স্প্যানিশ ফ্লু, এইডস, সার্স, মার্স, ইবোলা, সোইন ফ্লু কত কত ভাইরাসের মোকাবিলা করে যাচ্ছে। সর্বশেষ বিশ্বজুড়ে প্রাদর্ভাব ঘটেছে করোনা গোত্রের সার্স-কোভ-২ বা কোভিড-১৯ ভাইরাসের। বিজ্ঞানীরা বলছেন, আদপে ৭ লাখ ভাইরাসের টাইম বোমার ওপর বসে আছে মানবজাতি।

বিজ্ঞানী ও গবেষকদের ভাষ্যমতে, মানুষ ও বিভিন্ন প্রাণীর মধ্যে ১০ লাখের বেশি ভাইরাস সুপ্ত অবস্থায় রয়েছে, যা যেকোনো ‍সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অফিসের কমিউনিকেবল ডিজিজেসের সাবেক পরিচালক রাজেশ ভাটিয়া জানান, প্রায় সাড়ে ১০ লাখ অচেনা ভাইরাসের মধ্যে কমপক্ষে সাত লাখ ভাইরাস যেকোনো রোগ সংক্রমণে সক্ষম। এর মধ্যে মাত্র ২৬০টি ভাইরাস চিহ্নিত করা গেছে। এখন মানুষের স্বাস্থ্য ও পশুপাখির স্বাস্থ্যের সমস্যাকে আলাদা করে দেখলে হবে না বলে মনে করেন রাজেশ ভাটিয়া । ‘ওয়ান হেলথ’ নীতির মাধ্যমে রোগকে চিহ্নিত করতে হবে এবং সংক্রমণের শুরুতেই তা আটকাতে হবে। না-হলে বন্যজন্তুর মধ্যে এ রকম আরও অনেক করোনাভাইরাস রয়েছে, যেগুলো থেকে যেকোনো সময় বড় ধরনের সংক্রমণ ছড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও