কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নোয়াখালীতে ঈদের দিনে দু’'জনের মৃত্যু, নতুন করে ১২ জনের শনাক্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ মে ২০২০, ০০:০২

নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে আজ সোমবার ঈদের দিনে দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাতজনে। এছাড়া নতুন করে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনশ ৬৮ জনে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, গত ২৩ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। পরে রাতে তাদের রিপোর্ট আসলে করোনা পজিটিভ আসে।

মোট আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তিনশ ১২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সাতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও