বাচ্চাদের এবারের ঈদ আনন্দ টেলিভিশনে ছাদে-বারান্দায়
এবারের ঈদ অন্যরকম, অন্যরকম মানে যার তুলনা পূর্বের কোনো ঈদের সঙ্গেই তুলনা হয় না। এই রকম ঈদ দেখেনি নতুন প্রজন্ম, দেখেনি শিশুরাও যারা ঈদ মানেই ছন্নছাড়ার দল। এবারের ঈদ আনন্দের বর্ণচ্ছটায় এনেছে বাধা। শিশুরাও এবার ঈদ ঘরবন্দী হয়ে কাটাচ্ছে। বাইরে বেরনোর কোনো সুযোহ নেই।
রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যেক জেলা উপজেলা শহরের শিশুদের বিনোদন কেন্দ্র গুলো বন্ধ। তাই এবার শিশুরা ঘরে বারান্দায় ছোটাছুটি করে ঈদ কাটাচ্ছে। রাজধানী ঢাকার অধিকাংশ অভিভাবকেরা শিশুকে একটু বিনোদন দিতে বড়জোর ছাদে নিয়ে যাচ্ছেন। সেখানে বাচ্চাদের সাথে নিজেরাও খেলা করছেন, ভুলিয়ে দিতে চাইছেন মহামারীর এই ঘরবন্দি জীবনের দুঃখবোধ, অপ্রাপ্তিবোধ। শুধু যে ঢাকা তাই নয়, আমাদের প্রতিনিধির সাথে কথা বলে প্রায় সবখানেই এমনই চিত্রের কথাই পাওয়া গেছে।
টেলিভিশনে কার্টুন ছবি, বারান্দায়, কিংবা ছাদে সামান্য খেলাধুলা- এসবই এবারের ঈদে শিশুদের বিনোদনের সহায়ক। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার ঈদে শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।