কক্সবাজারে আরও চার রোহিঙ্গাসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। রবিবার কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেস্টে ১৮২ জনের স্যাম্পলের মধ্যে নতুন করে ৪৯ জনের ফল পজিটিভ পাওয়া গেছে। এছাড়া আরও ১৯ জন আক্রান্ত রোগীর ফলোআপে পজিটিভ ফলাফল এসেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে রোহিঙ্গা চারজন ছাড়াও কক্সবাজার সদর উপজেলার ১১ জন, উখিয়া উপজেলার তিনজন, পেকুয়ায় সাত জন, চকরিয়ায় ১৮ জন, টেকনাফের ৪ জন, বান্দরবান জেলার
নাইক্ষ্যংছড়ির দু'জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ৫৩ দিনে মোট পাঁচ হাজার ২৪৭ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট হয়েছে। এতে ৪৩৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে মহেশখালীতে ২৭ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৪৪ জন, রামুর সাতজন, চকরিয়ায় ১২৪ জন, কক্সবাজার সদরে ১১৩ জন, কুতুবদিয়ার একজন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.