ঘরবন্দি শিশুর সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগের এখনই সময়
করোনার সংক্রমণ ঠেকাতে টানা সাধারণ ছুটিতে চার দেয়ালে আবদ্ধ থাকতে থাকতে শিশুদের মনোজগতে নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘদিন স্কুলে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না। খেলার মাঠে যাওয়া হচ্ছে না। হইহুল্লোড়, ছুটাছুটি সব বন্ধ। এক জরিপে উঠে এসেছে, ৭৬ শতাংশ শিশু বলেছে, করোনাকালে তারা সবচেয়ে বেশি অনুভব করছে স্কুল বন্ধুদের। ঘরবন্দি শিশুদের দৈনন্দিন জীবনও বদলে গেছে। ফলে শিশুদের মানসিক বিকাশটা হচ্ছে না।
অভিভাবকদের অবশ্যই খেয়ার রাখতে হবে, টানা ঘরবন্দি থাকার কারণে শিশুদের মধ্যে ভীতিকর পরিস্থিতি কিংবা বিরূপ প্রভাব যাতে না পড়ে। যদিও শিশুরা ঘরে বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। অভিভাবক হিসাবে শিশুদের এই বিরক্তভাব কমাতে অভিভাবকরা বেশ কিছু কৌশল অবলম্বন করতে পারে। শিশুদের সঙ্গে সময় করে খেলাধুলা করা কর্মব্যস্থতার জন্য এতদিন আমরা আমাদের সন্তানদের আশানুরূপ সময় দিতে পারিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.