করোনার চেয়েও শক্তিশালীদের দিনলিপি

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ২০ মে ২০২০, ১২:০৩

মাকে কবর দিয়ে সন্তানেরা বাড়ি ফিরে দেখে বাবাও নেই। এই হতভাগ্যরা হলেন চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া ও তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পাটোয়ারী। এটাই করোনার ধর্ম। এমন মৃত্যু জাতশত্রুর জন্যও কাম্য নয়। বাংলাদেশে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তি কখনও ভাবেননি তার লাশের পাশে আসবে না কোনো স্বজন।

তার জানাজায় থাকবে না কোনো মুসল্লি। শেষবারের মতো একনজর দেখতে ভিড় করবে না কেউ। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত ব্যক্তির দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে। এই ব্যক্তির দাফন-কাফনে তার স্বজনদের কেউ উপস্থিত ছিলেন না। এমনকি হয়নি জানাজাও।

চাল নিয়ে চালবাজি চলছিল গত মাস কয়েক থেকেই। সেটার সঙ্গে যোগ হয়েছে ত্রাণের চাল চুরির উৎসব। প্রধানমন্ত্রীর একাধিক হুঁশিয়ারি এবং কয়েকজনকে গ্রেফতার- দলীয় পদ থেকে বিদায় করার পরও এরা দমছে না। করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়দের প্রধানমন্ত্রীর দেয়া অর্থসহায়তায় থাবা দিতেও এদের বুক কাঁপছে না। করোনার চেয়েও শক্তিমত্তায় চুরি-চামারি অব্যাহত রেখেছে এই চাটারা।

দিনকে দিন অবস্থা যেদিকে যাচ্ছে তাতে ত্রাণ বিতরণ ব্যবস্থায় আর স্বচ্ছতা আনা যাবে কি-না, বলা যাচ্ছে না। সারাদেশে অনেক ইউপি চেয়ারম্যান-সদস্য চাল চুরি করে ধরা পড়েছে। চুরির সামান্য অংশ ধরা পড়েছে। আবার ত্রাণ চুরির সঙ্গে পথে ত্রাণের মালে গরিব মানুষের হানা দেয়ার ঘটনাও ঘটছে। এটা চরম অশনিসংকেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও