ট্রাম্পের ১৬৯ গোপন ইমেইল প্রকাশ করল হ্যাকাররা
প্রত্যাশিত মুক্তিপণ না পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৬৯ টি গোপন ইমেইল প্রকাশ করেছে হ্যাকার গ্রুপ আরএভিল। তবে প্রকাশিত এসব তথ্যে ট্রাম্পের ইমেজ ক্ষুন্ন করার মতো ক্ষতিকর কিছু নেই। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের আইন বিষয়ক প্রতিষ্ঠান গ্রুবম্যান শেয়ার মিসেলাস অ্যান্ড স্যাকস এর কয়েক হাজার নথি চুরি করে ৪২ মিলিয়ন ডলার চাঁদা দাবি করেছিল এই গ্রুপটি।
বিশ্লেষকরা বলছেন, তাদের তথ্য প্রকাশ থেকে ধারণা করা হচ্ছে তারা ‘ট্রাম্প’ লিখে অনুসন্ধান করেছিল এবং যে সব ইমেইল পেয়েছে তাই প্রকাশ করেছে। তবে তারা হুমকি দিয়ে বলেছে তারা মুক্তিপণের জন্য এখনও অপেক্ষা করছে যদি না পায় তবে ভিন্ন ব্যবস্থা নেবে।
হ্যাকার গ্রুপটি আরো জানায়, প্রতি সপ্তাহে তারা চুরি হওয়া এসব ডাটা অন্ধকার ওয়েব বাণিজ্যে নিলামে তুলবে। এ ব্যাপারে কে কি বলছে তারা ভাবছেনা। তাদের মূল উদ্দেশ্যে অর্থ। হ্যাকার গ্রুপটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সরাসরি কথা বলতে চায়। তাদের মতে, এতে ট্রাম্প নিজেই এসব ডাটা কিনে নেবেন, প্রেসিডেন্ট নির্বাচনে যা তার জন্য আর ক্ষতিকর হবে না।