You have reached your daily news limit

Please log in to continue


কনসার্টে ফেরাটা মোটেই সহজ হবে না: সুমি

দেশের করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’র সদস্যরা প্রিয় ৩ জিনিস নিলামে তুলেছিলেন। যা ১০ লাখ টাকায় নিলামে কিনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)। নিলামে পাওয়া এই অর্থ দিয়ে ২০ পরিবারের ৫ মাসের দায়িত্ব নেবে ‘চিরকুট’। এই প্রসঙ্গ ছাড়াও ঘর বন্দি সময়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন ‘চিরকুট’র গীতিকার, সুরকার ও প্রধান শিল্পী শারমিন সুলতানা সুমি। নিঃসন্দেহে এই দুর্যোগে গানের জগতে একটি বড় ধরণের প্রভাব পড়ছে এবং আগামীতেও তা পড়বে। এটিকে অস্বীকার করার সুযোগ নেই। এটি ঠিক, দুর্যোগের পর কনসার্টে ফেরাটা মোটেই সহজ হবে না। তবে আমি বিশ্বাসী একটু সময় নিলেই তা সম্ভব। সময়টা এক কিংবা দুই বছর যাই হোক, আমি সবসময় বিশ্বাস করি ধৈর্য্য ধরলে অবশ্যই ভালো কিছু সম্ভব। খুব শীঘ্রই আমরা ফিরে আসব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন