করোনার আরও ৫টি জিনোম সিকোয়েন্স জমা দিল বাংলাদেশ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৬ মে ২০২০, ১০:২০

আর্ন্তজাতিক জিন ডাটা ব্যাংক- GISAID এ করোনার ৫টি জিনোম সিকোয়েন্স জমা দিল বাংলাদেশের ডিএনএ সল্যুশন। এতে সহায়তা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিআরআইসিএম এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।

ডিএনএ সল্যুশন লিমিটেড তাদের Amplicon based next Generation Sequencing সিস্টেমের মাধ্যমে কোভিড-১৯ এর ৫টি ভাইরাসের পুরো জিনোম সিকোয়েন্সিং উম্মোচন করে।

এ কাজে দেশে করোনা আক্রান্ত দেড় শতাধিক রোগীর নমুনা সংগ্রহ করেন গবেষকরা। সব মিলিয়ে বাংলাদেশ থেকে এ ভাইরাসের ৬টি জিনগত সিকোয়েন্স GISAID এ জমা পড়েছে। যার সবগুলোই ইউরোপীয় ঘরোনার ভাইরাস। অর্থাৎ ইউরোপের দেশগুলোতে সবগুলোরই বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও