কটন বাড ব্যবহারে হারাতে পারেন শ্রবণ ক্ষমতা
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৯:৫০
কান চুলকালে কটন বাড ব্যবহার করেন অনেকেই। বেশিরভাগ মানুষের এটি অভ্যাসে পরিণত হয়েছে। তবে খুব সাধারণ এই বিষয়টি অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আদতে নরম হলেও কটন বাড কানের পক্ষে খুবই খারাপ। ক্রমাগত কটন বাড ব্যবহার করলে শ্রবণ ক্ষমতা হারিয়ে যেতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, কটন বাড কানের গহ্বরের মারাত্মক ক্ষতি করতে পারে। অনেক সময় রক্ত পড়তে পারে। কানের মধ্যে অনেক সূক্ষ্ম শিরা ও নরম অস্থি থাকে। কটন বাডের আঘাতে সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শ্রবণ ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন কেউ কেউ। যারা নিয়মিত কটন বাড ব্যবহার করেন তারা বুঝতে পারেন না, এই বাডের তুলো অনেক সময় কানের ভিতরে থেকে যায়।
- ট্যাগ:
- লাইফ
- কটন বাড
- শ্রবণ শক্তি