১০ লাখে বিক্রি সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস
গান দিয়ে মানুষের মন জয় করা ব্যান্ড চিরকুটের সদস্যরা এগিয়ে এসেছেন অসহায় ও অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে। করোনার সংক্রমণে দেশে সংকটে পড়া মানুষের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করতে তাঁরা নিজেদের ব্যবহৃত প্রিয় তিনটি জিনিস নিলামে তোলেন। বুধবার দিবাগত রাতে চিরকুট ব্যান্ডের তিন সদস্যের ব্যবহার করা জিনিসগুলো ১০ লাখ টাকায় নিলামে জিতে নেয় অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। চিরকুটের তিন সদস্য সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস কিট— এই তিনটি প্রিয় জিনিস নিলামে উঠছিল। করোনাভাইরাসে যে অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সহযোগী হতে তহবিল সংগ্রহে নামতেই এই নিলামের আয়োজন। নিলামে তিনটি জিনিসের ভিত্তিমূল্য ধরা হয় তিন লাখ টাকা। চিরকুট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তাঁরা ভেবেছেন, নিলামের টাকায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২০ পরিবারের ৫ মাসের খাবারের জোগান দেওয়া হবে। জানা গেছে, সুমীর নথটি তিনি ২০১৬ সালে কিনেছিলেন। শখের এই নথ পরে কনসার্ট ও টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হন তিনি। স্কটল্যান্ড থেকে আনা পাভেল আরীনের কাস্টম মেইড ড্রামস কিট। ইমনের প্রিয় মেন্ডোলিন, যা দিয়ে ‘আয়নাবাজি’ সিনেমার ‘না বুঝি দুনিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান করেছেন এবং গত ৫ বছরে দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে বাজিয়েছেন। সুমীর নথ এখন ভক্তদের পাশাপাশি বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর আত্মীয়স্বজনের কাছেও বেশ পরিচিতি। তাই উপহারের প্রসঙ্গ এলেই নাকি নথ প্রাধান্য পায়। সুমী জানালেন, এখন তাঁর সংগ্রহে অনেক নথ আছে। সুমী তাঁর কেনা নথটি নিলামে তুলছেন। বললেন, ‘এটা শুধু একটি নথ নয়, আমার ভীষণ আবেগ ও ভালোবাসার বস্তু। নিলামের বিষয়টি যখন এল, তখন ভাবলাম প্রিয় জিনিসটাই হাতছাড়া করি, যা আমি বেশ যত্নে রেখেছি।’ সুমী জানান, চিরকুটের অন্য দুই সদস্য ইমনের ম্যান্ডোলিন ও পাভেলের ড্রামস কিট দুটি দুজনের ভীষণ পছন্দের, যা তাঁরা নিলামে তুলছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.