চাঁদে মানুষের প্রস্রাব দিয়েই বানানো যাবে কংক্রিটের বাড়ি!
চাঁদে ঘাঁটি গড়তে চায় মানুষ। তবে অট্টালিকা বানানো হচ্ছে না। কিন্তু বিজ্ঞানে ভর করে ঘরের মতো জায়গা তৈরি করতে চাইছেন বিজ্ঞানীরা। আর সেই বিষয়টি নিয়ে গবেষণায় যে তথ্য পাওয়া গেছে তা অনেকটাই অদ্ভুত। চাঁদের কংক্রিটের কিছু তৈরি করতে গেলে নাকি প্রয়োজন হবে মানুষের প্রস্রাব! এমনটাই জানিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি। এজেন্সিটির গবেষণা অনুসারে, প্রস্রাবের মধ্যে পাওয়া প্রধান জৈব যৌগটি চূড়ান্ত আকারে শক্ত হওয়ার আগে ‘চাঁদের কংক্রিট’র মিশ্রণটিকে পোক্ত করবে। চাঁদের কংক্রিটের একটি জিওপলিমারের মিশ্রণ, যা কংক্রিটের অনুরূপ। গবেষণায় দেখা গেছে যে এই মিশ্রণে ইউরিয়া যুক্ত পানির প্রয়োজন। যা অন্যান্য উপাদানের চেয়ে ভালো কাজ করবে। একটি থ্রি ডি প্রিন্টার ব্যবহার করে ইউরিয়া দিয়ে একটি মডেল তৈরি করা হয়েছে। যা শক্তিশালী প্রমাণিত হয়েছে এবং উন্নত কার্যক্ষমতাও বজায় রেখেছে। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, মিশ্রণের একটি গুণ হলো সহজেই মিশে যেতে পারে যা দিয়ে ঢালাই করা সম্ভব এবং এটি নিজের চেয়ে ১০ গুণ ওজনের ভারি কিছু বহন করতে পারবে।