
‘পাবজি: ব্যাটলগ্রাউন্ডস’ আর খেলা যাবে না পিএস ফোর ও এক্সবক্স ওয়ানে
বণিক বার্তা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৩১
পাবজি: ব্যাটলগ্রাউন্ডস গেমটি অবশেষে পুরনো কনসোল ছেড়ে কেবল প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স এক্স/এস সিরিজে আসছে। প্লেস্টেশন ব্যবহারকারীরা আগামী ১৩ নভেম্বর থেকে গেমটির আলাদা পিএস৫ সংস্করণ ডাউনলোড করতে পারবেন।
এর পর থেকে ব্যাটলগ্রাউন্ডস আর প্লেস্টেশন ফোর ও এক্সবক্স ওয়ানে খেলা যাবে না। এতদিন গেমটি নতুন কনসোলে খেলা গেলেও তা চলছিল প্লেস্টেশন ফোর বা এক্সবক্স ওয়ান সংস্করণ হিসেবে। ফলে পারফরম্যান্সও ছিল সীমিত। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এ পরিবর্তন খেলোয়াড়দের জন্য আরো উন্নত অভিজ্ঞতা দেবে এবং ভবিষ্যতের হালনাগাদগুলো সহজে চালানো যাবে। খবর এনগ্যাজেট