খাবার টেবিলে যেভাবে দ্রুত করোনা ছড়ায়

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মে ২০২০, ১৪:৪৭

খাবার টেবিলে কত দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে যায়, জাপানে তা পরীক্ষামূলকভাবে দেখা হয়। জীবাণু বিশেষজ্ঞদের সহায়তায় জাপানের ব্রডকাস্টিং অ্যাজেন্সি এনএইচকে এটি পরীক্ষা করে দেখেছে। তাতে দেখা হয়, বেশ কিছু মানুষ যেখানে একসঙ্গে বসে খাবার খায়, সেখানে কত দ্রুত ভাইরাস ছড়িয়ে যায়। যাত্রীবাহী জাহাজে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এ ধরনের পরীক্ষা চালানো হয়। বিশেষজ্ঞদের ধারণা, যাত্রীবাহী জাহাজে খাবার জায়গা থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। কারণ, সেখানে সবাই যায় এবং টেবিল কিংবা অন্যান্য জিনিস স্পর্শ করে। পরীক্ষায় ১০ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজনকে ‘আক্রান্ত’ রাখা হয়।  মাত্র ৩০ মিনিট পর দেখা যায়, সেখানে বসে খাবার খাওয়া ১০ জনের হাতেই ভাইরাসটি পৌঁছে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও