কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মেডিক্যাল টেকনোলজিস্ট সংকট করোনা পরীক্ষায় বড় চ্যালেঞ্জ

হবিগঞ্জ জেলায় মেডিক্যাল টেকনোলজিস্টের পদ চারটি। এর মধ্যে একজন ঢাকায় উচ্চ শিক্ষার জন্য আছেন, জেলা সদর হাসপাতালের একজন কোভিড পজিটিভ, আরেকজন হোম কোয়ারেন্টিনে। বাকি একজন গৌতম এন্ডো। তিনি হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ সদর উপজেলা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে করোনা নমুনা সংগ্রহের কাজ করে যাচ্ছেন একাই। শুধু হবিগঞ্জ না, দেশের বিভিন্ন জেলারও একই চিত্র। লম্বা সময় ধরে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ না হওয়ায় করোনা সংকটে সঠিকভাবে নমুনা পরীক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিশ্চিতে আরও অনেক বেশি টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া প্রয়োজন, সঙ্গে চাই উপযুক্ত প্রশিক্ষণ। নমুনা সংগ্রহে জটিলতা ও নিজের কাজের ঝুঁকি বিষয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট গৌতম এন্ডো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসক এবং আরেকজন স্বাস্থ্যকর্মী ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন- এরা আমার অফিসের, আমরা একসঙ্গে কাজ করেছি। আমার কালেকশন করা অনেকগুলো রিপোর্ট পজিটিভ- নিয়ম অনুযায়ী এখন আমার হোম কোয়ারেন্টিনে যাওয়ার কথা, কিন্তু সেটা করা যাচ্ছে না। কারণ আমি যদি কোয়ারেন্টিনে চলে যাই, তাহলে নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যাবে’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন