সংক্রমণের দীর্ঘ চক্রে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৫ মে ২০২০, ২৩:৪৩

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। কিন্তু আগামী ১০ মে থেকে খুলছে হাটবাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিং মল। যদিও বাণিজ্য মন্ত্রণালয় এ ক্ষেত্রে চারটি শর্ত জুড়ে দিয়েছে। তবে এতে করে করোনাভাইরাসে বিস্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আর কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি বলছে, তারা এখনই ঢালাওভাবে দোকানপাট খোলার পক্ষে নন, এ বিষয়ে রোগতত্ত্ববিদদের সঙ্গে পরামর্শ করতে হবে।বিশেষজ্ঞরা বলছেন, একজন সংক্রমিত মানুষ যতজন মানুষের সংস্পর্শে আসবেন ততজনই আক্রান্ত হবেন। লক্ষণ উপসর্গ ছাড়া কোভিড-১৯ আক্রান্ত একজন কোনও জনসমাবেশ, পোশাক কারখানা বা শপিং মলে গিয়ে যতজনের সংস্পর্শে আসবেন ততজনকেই সংক্রমিত করবেন। এতে করে বাংলাদেশ করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি চক্রে যাচ্ছে। এ থেকে খুব সহজে  নিস্তার মিলবে না বলেও মন্তব্য তাদের।এদিকে মঙ্গলবার ( ৫ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পর পোশাক কারখানা খোলায় এবং দোকানপাটে আনাগোনা বেড়ে যাওয়াতে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও