কাজলের জন্য ন্যায় বিচার
সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পরদিন ১০ মার্চ সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন। সেদিন সন্ধ্যায় হাতিরপুলের অফিস থেকে বের হওয়ার সময় অফিসের নিচে রাখা তার মোটরসাইকেলের আশেপাশে কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। কাজলের বাসা চকবাজার থানার আওতাধীন এবং তার অফিস নিউ মার্কেট থানার আওতাধীন। তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবার মামলা করতে গেলে দুটি থানার একটিও মামলাটি নিতে চায়নি। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চক বাজার থানা মামলাটি নেয়। তিনি ৫৩ দিন নিখোঁজ ছিলেন। এই সময়ের মধ্যে তদন্ত করছি বলা ছাড়া আর কিছুই করেনি পুলিশ। দেশের একজন নাগরিক, একজন সাংবাদিক, একটি পরিবারের সদস্য, একজন বাবা, একজন স্বামী, একজন করদাতা-কোনো পরিচয়ই তাকে উদ্ধার করতে উদ্বুদ্ধ করেনি পুলিশকে।
- ট্যাগ:
- মতামত
- সাংবাদিক
- সাংবাদিকতা