আলবেয়ার কামুর ‘দ্য প্লেগ’-এর ডাক্তার চরিত্র

বণিক বার্তা ড. মিল্টন বিশ্বাস প্রকাশিত: ০৩ মে ২০২০, ১৫:২৭

আলবেয়ার কামু তার সাহিত্যে বারবারই জানিয়েছেন, জীবন অর্থহীন। কিন্তু অর্থহীন জেনেও আমরা নিজেরাই নিজেদের জীবনের অর্থ দাঁড় করাতে সচেষ্ট। মহামারি আক্রান্ত ওরানের মানুষের ব্যক্তিগত অভীপ্সা থেকে সামষ্টিক চেতনায় উত্তরণের মধ্যে এই অর্থময়তা পরিস্ফূটিত। অর্থাৎ অনিবার্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে বেঁচে থাকার জন্য অবিরাম প্রচেষ্টাই এনে দিতে পারে জীবনের অর্থ। প্লেগ মূলত ইঁদুরের একটি রোগ এবং মানুষ কেবল ঘটনাক্রমে এর শিকার হয়। একসময় মানুষ তাকে জয়ও করে। কিন্তু সংক্রামক জীবাণু অবদমিত জিনিসের মতো ঘুরে বেড়ায়, সে ফিরে আসবেই। জীবাণু চতুরতার সঙ্গে রোগ ছড়ায়। তারা মানুষের দুর্বলতা খুঁজে বেড়ায়। আর মানুষ কেবলই দুর্বল, কিন্তু ভান করতে থাকে যে তারা সবসময়ই সচল ও শক্তিশালী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও