![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Apr/13/1586736043349.png&width=600&height=315&top=271)
কেমন যাবে ১৪২৭
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনার রাশির অধিপতি মঙ্গল। বর্তমান বছরে আর্থিক অবস্থা খুব ভালো যাবে বলে মনে হয় না। শিক্ষাক্ষেত্রে নানা বাধাবিঘ্ন দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকে যাবে। পদোন্নতিতে বিলম্ব দেখা দেবে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও সাফল্য লাভ হতে পারে। মজুতদারি, ঔষধ ব্যবসায় লাভবান হবেন। স্বাভাবিক দাম্পত্য জীবন মোটামুটি সুখের বলা যায়। পতি-পত্নী শরীরের প্রতি সতর্ক থাকা প্রয়োজন। কিডনি, শর্করা, উচ্চরক্তচাপজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার রাশি অধিপতি শুক্র। নতুন বছরটা আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। চাকরিক্ষেত্রে আশানুরূপ ফললাভে বিঘ্ন ঘটবে। ব্যবসা ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। বেপরোয়া মনোভাব এবং বিশেষ কোনও ঝুঁকির কাজ নেওয়ার বিষয়ে সর্তক থাকবেন। তবে যুব-ক্রীড়াবিদদের নিজ নিজ ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। নতুন বছরের সন্তান সম্ভাব্য মহিলাদের বিশেষ সাবধান হওয়া প্রয়োজন। কোনও সন্তানের জন্য শরীর ও মনের উপর চাপ পড়তে পারে। বছরটায় হাঁটু, মেরুদণ্ডের ব্যথা বা আঘাতজনিত কারণে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া জন্ডিসের প্রবণতাও দেখা দিতে পারে। দাম্পত্যজীবনে পতি-পত্নীর উভয় স্বাস্থ্য সম্পর্কে দুর্ভাবনায় আশঙ্কা রয়েছে।
- ট্যাগ:
- লাইফ
- রাশিফল
- বাংলা বর্ষপঞ্জি
- ১৪২৭