You have reached your daily news limit

Please log in to continue


বন্ধের মধ্যে ঢাকায় নারীর প্রতি সহিংসতায় ২৮ মামলা

করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই গত ১০ দিনে ঢাকা মহানগরে ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, যৌন নিপীড়ন ও অপহরণের ২৮টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৭ জন আসামি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সূত্রে এই তথ্য জানা গেছে। মামলার কাগজপত্র এবং মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সরকারি সিদ্ধান্তে ঢাকা মহানগরসহ সারা দেশের মানুষ ঘরে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ২৬ মার্চ থেকে আজ শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত নয়টি ধর্ষণের মামলা হয়েছে। আর যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে আটটি। এর বাইরে যৌন নিপীড়নের অপরাধে মামলা হয়েছে ছয়টি। আর অপহরণের ঘটনায় মামলা হয়েছে পাঁচটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন