
ধর্ষণের পর খুন করে আযান, ফজরের ইমামতি
ইত্তেফাক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২২:০৪
গফরগাঁওয়ে পাড়াভরট গ্রামের কিশোরী তাকমীন হত্যার তিনদিন পর মোবাইল কল লিস্টের সূত্র ধরে এ খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মাহফুজ ওরফে ইছামুদ্দিন (১৮) নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। মাহফুজ উপজেলার রাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং উপজেলার পাড়াভরট গ্রামের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষণের পর হত্যা
- ময়মনসিংহ