করোনার দিনগুলোতে নির্বাচন

বার্তা২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ১৬:৪৭

করোনা আতঙ্কে গোটা বিশ্ব এখন জবুথবু। একটু দেরিতে হলেও বাংলাদেশও এখন নিজেদের গুটিয়ে নিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আগেই। এখন সারাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ওয়াজ মাহফিল, তীর্থযাত্রা সব বন্ধ। সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ, খেলা বন্ধ, বেড়ানোর জায়গা বন্ধ, সমুদ্র সৈকত নিষিদ্ধ, সব পর্যটন কেন্দ্র স্থবির, মাদারিপুরের শিবচর উপজেলা লকডডাউন। অনেক বেসরকারি অফিস বন্ধ করে বাসায় বসে কাজ করছে।সংক্ষেপে এই যখন অবস্থা, তখন মহাসমারোহে দেশের তিন এলাকায় তিনটি উপনির্বাচনে ভোটগ্রহণ হবে শনিবার। আসনগুলো হলো ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪। সত্যি বলতে কি, করোনা আমাদের সবাইকে এমনভাবে গ্রাস করে রেখেছে, দেশে যে কোথাও কোনো নির্বাচন হচ্ছে; সেটাই মাথায় ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, এমনকি অধিকাংশ গণমাধ্যমেও এই উপনির্বাচনের খবর আড়ালে পড়ে গেছে। অনেকের ধারণা ছিল, শেষ মুহূর্তে হলেও নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে কমিশন বৈঠক শেষে সচিব মো. আলমগীর জানিয়ে দিয়েছেন, উপনির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কমিশনের এই ঘোষণার পর সবার টনক নড়েছে, আরে তাই তো দেশে তো তিনটি উপনির্বাচন আছে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও