করোনায় ছুটি শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁয় যুগলদের ভিড়

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ২০:৪৫

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি কোচিং সেন্টারও বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তবে ছুটির সময় নিরাপদে থাকতে শিক্ষার্থীদের বাসার বাইরে যেতে নিষেধ করা হলেও তা কেউ কানে তুলছে না। রাজধানীর ধানমন্ডিসহ বেশ কিছু এলাকায় ঘুরে সেই প্রমাণ মেলেছে। প্রতিষ্ঠান বন্ধের সুযোগ নিয়ে পাড়া মহল্লার রেস্টুরেন্টগুলোতে ভীড় করছেন কিশোর-কিশোরীরা। সারাদেশের মানুষ যখন করোনা আতঙ্কে তখন উঠতি বয়সী এসব তরুণ-তরুণীকে দেখা গেছে আনন্দে সময় কাটাতে। অনেককে দেখা গেছে, রেস্টুরেন্টের ভেতরে একান্তে সময় কাটাতে। তবে অনেকে দলবেঁধেও আসছেন এসব জায়গায়। বৃহস্পতিবার ধানমন্ডির সাতমসজিদ রোডসহ এই এলাকার অনেকগুলো রেস্টুরেন্টে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বিশেষ করে বিকাল গড়িয়ে নগরীতে সন্ধ্যা নামতে ধানমন্ডির এসব রেস্টুরেন্টে যুগলদের বেশি ভীড় লক্ষ্য করা গেছে। ধানমন্ডি ছাড়াও বসুন্ধরা শপিং মলের ফোডকোর্টেও অন্যান্য বয়সী মানুষের সঙ্গে কিশোর-কিশোরীদের বেশ উপস্থিতি দেখা গেছে। এদের সঙ্গে কথা বলে জানা গেছে এরা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ঢাকাটাইমসকে বলেন, ‘এখন তো পড়ার চাপ নেই। তাই বন্ধুদের নিয়ে এসেছি।’ করোনা নিয়ে সচেতনার বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান এই শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও