কারিশমাকে নিয়ে বোমা ফাটালেন জুহি
কারিশমা কাপুর ও জুহি চাওলা। বলিউডের এই দুই সুন্দরী একটা সময় সমানতালে পর্দা কাঁপিয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু হিট ছবি। ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কায়ামত সে কায়ামত তক’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া জুহি পরবর্তীতে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘ডর’, ‘ইয়েস বস’ এবং ‘ইশক’-এর মতো আরও বেশ কিছু ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন। অন্যদিকে কারিশমা কাপুর ‘কুলি নাম্বার ওয়ান’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘রাজা হিন্দুস্থানি’ এবং ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো ছবিগুলো দিয়ে বলিউডে নিজেকে সুপারস্টার নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তেমনিভাবে তিনি ছিলেন নাচেও পারদর্শী। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জুহি চাওলা দাবি করলেন, তার জন্যই তারকা হয়ে উঠেছিলেন কারিশমা। জুহি বলেন, ‘কায়ামত সে কায়ামত তক’-এর ব্যাপক সাফল্যে তিনি একটাই আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন যে, তখন অনেক ছবি ঝোঁকের বশে ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে সে ছবিগুলো সুপারহিট হয়। এ ক্ষেত্রে নায়িকা ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘রাজা হিন্দুস্তানি’ ছবি দুটির কথা উল্লেখ করেন। তার দাবি, ‘আমি এ ছবি দুটি ছেড়ে দেয়ায় কারিশমা সুযোগ পেয়েছিল। তাই ওর তারকা হওয়ার জন্য আমিই দায়ী।’ জুহি জানান, ‘সে সময় আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল, আমাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। অনেক ছবিতে কাজের সুযোগ এসেছিল কিন্তু আমার ইগো আমাকে সেসব ছবিতে কাজ করতে বাধা দেয়। অথচ, আমি চাইলেই সেসব ছবিতে কাজ করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি অন্যদের তারকা হওয়ার সুযোগ করে দিলাম।