কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘করোনার প্রতিষেধক-চিকিৎসার ব্যানার’ ভাইরাল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ২০:৪৮

বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস চার হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তার বিপরীতে আশানুরূপ রোগীরা দ্রুত সুস্থ হচ্ছে না। এ নিয়ে বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা নানা গবেষণা চালাচ্ছেন। যাতে ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কার করা যায়। কিন্তু বাংলাদেশে করোনার প্রতিষেধক ও চিকিৎসার ব্যানার দেখে হতবাক সবাই। এ বিজ্ঞাপনটি দেয় বেনামি হোমিওপ্যাথিক ফার্মেসি। এরপরই বিজ্ঞাপনের ব্যানারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ব্যানারে লেখা দেখা যায়, চিকিৎসা অনুযায়ী ‘করোনাভাইরাস’ এর প্রতিষেধক পাওয়া যায় ও চিকিৎসা দেয়া হয়। ওই ছবির নিচে এক ব্যক্তি নানা ভেষজসহ বসে আছেন। বিজ্ঞাপনটি তার কিনা জানা যায়নি। কারণ ছবির অবস্থান শনাক্ত করা যায়নি। তবে ব্যানারে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণ নেই বলে উল্লেখ করা হয়। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সুপারশপ, ফার্মেসি থেকে মাস্ক কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষরা। পাশপাশি জীবাণুনাশক স্যানিটাইজার কিনতে দোকানগুলো ভিড় করছেন। এছাড়া জ্বর মাপার থার্মোমিটার, হ্যান্ডওয়াশ ও টিস্যু পেপার দোকান থেকে কেনার ধুম পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও