১৫ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
আগামী ১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ রপ্তানি শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। দীর্ঘ ৫ মাস পর ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করে। এরপরই হিলি স্থলবন্দরের প্রায় ১০ আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ-সংগনিরোধ কেন্দ্রে অনলাইনে আবেদন করেছেন। এদিকে দিল্লির এক আদেশে আগামী ১৫ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানি করবে ভারত এমন চিঠি দিয়েছে। ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তারা। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত। এমন অবস্থায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক করতে ও মূল্য নিয়ন্ত্রণে আনতে একদিন পরই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্ভিদ-সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেছেন বন্দরের আমদানিকারকরা।