সীমান্ত আইন মানছে না বিএসএফ, দু'দেশের সম্পর্কে ফাটলের শঙ্কা
সীমান্ত আইনের কোন রকম তোয়াক্কা না করে বাংলাদেশের বিভিন্ন সীমানায় হুটহাট করে ঢুকে পড়ে জেলে ও রাখালদের ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষেরা। এ অবস্থায় ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএসএফের এমন আচরণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে চলমান সঙ্কট নিরসনের কথা জানায় বিজিবি'র দায়িত্বশীলরা। গত ৩১ জানুয়ারি বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাজশাহীর পবা উপজেলার গহমাবোনায় পদ্মায় মাছ ধরার সময় পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেসময় বিজিবি সদস্যরা বাধা দিলে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী দাবি করে, এটি বাংলাদেশের নয়, ভারতীয় ভূ-খণ্ডের ভেতরে।