গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চেয়ে ১৪২ গুণ বেশি ভোট পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগের এই প্রার্থীই মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানীর গণকটুলীর হরিজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১১৫ জন। এই কেন্দ্রে ইশরাক পেয়েছেন মাত্র ৮ ভোট। আওয়ামী লীগের প্রার্থী তার চেয়ে ১৪২ গুণ বেশি ভোট পেয়েছেন। তার ভোট ১ হাজার ১৩৬টি। এই কেন্দ্রে ভোট পড়েছে ১ হাজার ১৫৬টি। বাকি ১২টি ভোট পেয়েছেন অপর চার প্রার্থী।ডিএসসিসি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ১৯টি কেন্দ্রে ১০ ভোটের কম পেয়েছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীর এত কম ভোট পাওয়াকে বিস্ময়কর বলে মনে করছেন অনেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.