গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সরকারের প্রচার নিয়ে বিতর্ক কেন
“ভোটের সাথে গণভোট হবে শুনছি। কিন্তু কীভাবে হবে, কী ভোট দেব, কী ভোট দিলে কী হবে কিছুই জানি না।”
গণভোট নিয়ে প্রশ্ন করলে এমন উত্তর দিলেন ঢাকার মহাখালী এলাকার চা দোকানি শান্ত আহমেদ রতন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন এই গণভোটের আয়োজন করা হয়েছে জুলাই সনদের অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য। কিন্তু বিষয়টি নিয়ে শান্তর মতই ধোঁয়াশার মধ্যে রয়েছে সাধারণ মানুষ।
অন্তর্বর্তী সরকার অবশ্য গণভোটের বিষয়ে মানুষকে বোঝাতে বেশ বড় আয়োজন করেছে। তবে সুনির্দিষ্ট করে বললে, এই প্রচার হচ্ছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’ তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।