ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার সেসব খাতা শনাক্ত করে আলাদা করার নির্দেশ দেয়া হয়েছে। সেসব খাতা বিশেষভাবে মূল্যায়ন করা হবে।’ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষমন্ত্রী। উল্লেখ্য, সোমবার শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় ভুল প্রবেশপত্র সরবরাহের কারণে নীলফামারীর ডোমারে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বরিশালে শহরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জগদীশ সারস্বত বালিকা স্কুল ও কলেজের ২০ শিক্ষার্থীর নৈর্ব্যক্তিক পরীক্ষা নেয়া হয় পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে। ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার পর কুষ্টিয়ায় ১৮ শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হয়। লালমনিরহাটে বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২০১৮ সালের পুরাতন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে।