![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/nisho-20200205160329.jpg)
ভবন ধ্বসে চাপা পড়লেন নিশো-মেহজাবীন
রানা প্লাজার নাম শুনলেই আৎকে উঠে বুক। হাজার হাজার মানুষের মৃত্যু নিয়ে ধ্বসে পড়েছিলো সাভারের সেই ভবন। আহত হয়েছিলেন প্রচুর। তাদের প্রায় সবাই ছিলেন গার্মেন্ট শ্রমিক। সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছিলো একটি সিনেমা। যেখানে সাইমন সাদিক ও পরীমনি জুটি হয়ে অভিনয় করেন। কিন্তু ছবিটি আলোর মুখ দেখেনি। একই রকম প্রেক্ষাপটে এবার নির্মিত হলো বিশেষ নাটক ‘শিফ্ট’। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ভালোবাসা দিবসের এই নাটকটি আফরান নিশোর গল্প ভাবনায় রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এর গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রী দুজনেই একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করেন। দুজনের আয়ে যা পায় সেটা দিয়েই চলে তাদের সংসার। গরীব হলেও তাদের কোন চাওয়া পাওয়া নেই। বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন তারা। হঠাৎ করে কর্মরত অবস্থায় সেই ফ্যাক্টরির বিল্ডিং ধ্বসে পড়ে। বিল্ডিংয়ে ফাটল থাকায় একটা সময় সেটা ধ্বসে পড়ে প্রাণ যায় অনেকের।