You have reached your daily news limit

Please log in to continue


মেহজাবীনকে নিয়ে ভিকির ৩ মিনিটের রহস্য

নির্মাতা ভিকি জাহেদ মানেই যেন রহস্য আর ভয়ংকর ঘটনার বিস্ময়কর মেলবন্ধন। এমন করে এই বাংলায় আর কেউ ধারাবাহিক থ্রিলার বুনতে পারেনি পর্দায়। যেমনটা দেখা গেছে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ বা ‘দ্য সাইলেন্স’-এ।

রবিবার (২৩ জুলাই) অন্তর্জালে প্রকাশ হয়েছে তেমনি এক রহস্যময় ট্রেলার। ভিকির এবারের গল্পের নাম ‘আমি কী তুমি?’। ১৪ জুলাই যার পোস্টার প্রকাশ পেয়েছিল। মূলত রহস্যটা দানাবাঁধে তখন থেকেই। যা আরও ঘনীভূত হলো ৩ মিনিটের শ্বাসরুদ্ধকর ট্রেলারের মাধ্যমে। পোস্টার পর্যন্ত জানা ছিল, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য নির্মিত ভিকির এই সিরিজের অন্যতম চরিত্র মেহজাবীন চৌধুরী। তবে ট্রেলার প্রকাশের পর দেখা গেলো অন্য চরিত্রগুলোকেও। যেখানে রয়েছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, মৌ, ইন্তেখাব দিনার প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন