পাঁচ বছরের মধ্যে বিদ্যুতের কেবল আন্ডারগ্রাউন্ডে যাবে
আগামী পাঁচ বছরের মধ্যে সব শহর এলাকার বিদ্যুতের কেবল পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে একটি চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এলাকায় ‘আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক’ স্থাপনের বিষয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। নসরুল হামিদ বলেন, জনগণ এখন আরও এক মিনিটের জন্যও বিদ্যুৎ যাওয়া পছন্দ করে না। সুতরাং আমাদের এক মিনিটের জন্যও যেন বিদ্যুত না যায় সে ব্যবস্থা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.