গুডবাই ইউরোপ, তারপর?
৩১ জানুয়ারি মধ্যরাতে ইউরোপকে গুডবাই জানাল ব্রিটেন। এতদিন ব্রেক্সিট-প্রশ্নে দুই-দুইটি টোরি গভর্নমেন্টের (ডেভিড ক্যামেরন ও থেরেসা মে) পতনের পর বরিস জনসন নির্বাচনে জিতে ব্রিটেনকে ইউরোপিয় ইউনিয়ন থেকে সরিয়ে আনলেন। বরিস জনসনের যে বিতর্কিত পারিবারিক ও রাজনৈতিক জীবন, তাতে স্বাভাবিক অবস্থায় তার পক্ষে বিভক্ত টোরি পার্টিকে নিয়ে নির্বাচনে জয় এবং প্রধানমন্ত্রী হওয়া দুরূহ ছিল।